Breaking News

দুর্দান্ত এক রান আউট করেই দিন শেষ করল বাংলাদেশ

www.bdjobsnews.net

বেনোনিতে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতির ম্যাচের প্রথম দিনটা বলতে গেলে বাংলাদেশেরই। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে ১ উইকেট হারিয়ে ২১ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা। বাংলাদেশ এগিয়ে রয়েছে ২৮৫ রানে। দিনের শেষ বলে দুর্দান্ত এক থ্রোতে রান আউট করে সকলকে তাক লাগিয়ে দেন সাব্বির।

দিনের শেষ অংশে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় প্রতিপক্ষকে। জবাব দিতে নেমে এক উইকেট হারায় স্বাগতিকরা। এরপর যদিও তারা আর ব্যাট করতে নামেনি। অর্থাৎ দিন শেষে ৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২১ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। আইজ্যাক ডিকাগল ১২ রান করেই সাব্বির রহমানের হাতে রানআউট হয়ে যান। ইয়াসিন ভালি অপরাজিত রয়েছেন ৯ রানে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মুমিনুল হক, মুশফিকুর রহীম আর সাব্বির রহমানের হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুমিনুল ৬৮, মুশফিক ৬৩ এবং সাব্বির করেন অপরাজিত ৫৮ রান।<<read more>>

1 comment: