Breaking News

এবার সব হারিয়ে হাথুরুর শ্রীলঙ্কার একটাই চাওয়া

দুটি ম্যাচের দুটিতেই হার। একটি জিম্বাবুয়ের বিপক্ষে। অন্যটি স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে। তাই ত্রিদেশীয় সিরিজে টিকে থাকতে পারবে কি না এটাই প্রশ্ন দাঁড়িয়েছে লঙ্কানদের। মিরাকল কিছু না ঘটলে বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলবে জিম্বাবুয়ে। কারণ ইতোমধ্যে একটি ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে।


দলের যখন ঘোর বিপদ তখন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার একটাই চাওয়া। ‘আমাদের পরের দুই ম্যাচ জিততেই হবে। আমরা সতীর্থরা একে অপরকে বলছিলাম, আমাদের মাথা নিচু হতে দেয়া যাবে না। ক্রিকেটে এমন হয়। তবে আমি মনে করি, পরের দুই ম্যাচে আমরা শক্তভাবেই ফিরে আসবো।

আজকের ম্যাচে হার নিয়ে তার যুক্তি, ‘ইনিংসের প্রথম দশ ওভারে বাংলাদেশ ব্যবধান বাড়িয়ে দিয়েছে। যার কারণে জয় বঞ্চিত হয়েছি আমরা।’

এ সময় নতুন কোচ চন্দিকা হাথুরুসিংহকে নিয়েও কথা বলেন থিসারা। বলেন, ‘হাথুরুসিংহে অবশ্যই বিশ্বমানের। তবে সে অল্প সময়ে মধ্যে দলের জন্য মিরাকল কিছু করে দেখাতে পারবে না। সময়ের ব্যবধানে অবশ্যই ভালো কিছু হবে।’

হারের পেছনে অবশ্য নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেন পেরেরা। স্বীকার করেছেন নিজেদের ব্যাটিং ব্যর্থতার কারণে দলের এমন ভরাডুবি।

No comments