Breaking News

যেভাবে ফাইনালও নিশ্চিত করল টাইগাররা

শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আকিলা ধনঞ্জয়ার উইকেট নেন রুবেল হোসেন।  শ্রীলঙ্কার বোর্ডে তখন মাত্র ১৫৭ রান।  খেলার বাকি প্রায় ১৮ ওভার।  বাংলাদেশের ৩২০ রান থেকে তখন অনেকটা আলোকবর্ষ দূরে শ্রীলঙ্কা।  ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয়।  বোনাস পয়েন্ট নিয়ে তাই ত্রিদেশীয় সিরিজের ফাইনালও নিশ্চিত করল টাইগাররা।


দায়িত্বের শেষদিকে চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের সম্পর্ক হয়ে পড়েছিল তেতো।  হাথুরুসিংহের

দলকে হারাতে একসঙ্গে জ্বলে উঠলেন সেই সিনিয়রাই।  ব্যাটিংয়ে তামিম, সাকিব, মুশফিকের পর বল হাতে ঝাঁজ দেখিয়েছেন অধিনায়ক মাশরাফি আর সাকিব।  অভিজ্ঞ ক্রিকেটারদের তেতে উঠার দিনে বাংলাদেশের সঙ্গে লড়াই-ই করতে পারেনি শ্রীলঙ্কা।

আগে ব্যাট করে তিন ফিফটিতে বাংলাদেশের ৩২০ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে পুরো ইনিংসে খাবি খেয়ে ডুবেছে শ্রীলঙ্কা।  শুক্রবার ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচ মাশরাফির দল জিতেছে  ১৬৩  রানে বিশাল ব্যবধানে।

No comments